বিশ্বাসের কারণেই সমতায় ফিরতে পেরেছি : সাকিব

খেলাধুলা ডেস্ক: ক্যারিবিয়ানদের লাকি ভেন্যুতেই সমতায় ফিরলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২ রানের জয় তুলে নিয়ে শেষ ম্যাচটিকে অলিখিত ফাইনালে রূপ দিয়েছে সফরকারীরা। দুর্দান্ত এই জয়ে ফিরে আসার বিশ্বাস কাজে লেগেছে বলে মনে করছেন অধিনায়ক সাকিব আল হাসান।
সেন্ট কিটসের হতাশাজনক পারফরম্যান্সকে ছাড়িয়ে ব্যাট ও বল হাতে ছন্দময় ক্রিকেট খেলেছে পুরো দল। কীভাবে বদলে গেলো বাংলাদেশ? পুরস্কার বিতরণী মঞ্চে প্রশ্নটা রাখা হয়েছিল অধিনায়ক সাকিবের কাছে। বিশ্বসেরা অলরাউন্ডারের সোজাসাপ্টা উত্তর, ‘আমার মনে হয় বিশ্বাস। আমাদের মধ্যে বিশ্বাস ছিল আমরা ঘুরে দাঁড়াতো পারবো। বিশেষ করে আগের ম্যাচটি হেরে মনে হয়েছে, আমাদের পক্ষে ম্যাচ জেতা সম্ভব। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কাজ করেছি। সবচেয়ে বড় কথা আমাদের প্রয়োজন ছিল মানসিকতার পরিবর্তন। আমরা জানি ক্রিকেটে যে কোন কিছু হতে পারে। আমরা কেবলমাত্র চেষ্টা করেছি নিজেদের সেরাটা দিতে। তাতেই ফল এসেছে।’
রবিবার সমতায় ফেরায় সোমবারের তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। এই ম্যাচের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে শেষ ম্যাচে জেতা সম্ভব বলে মনে করেন সাকিব, ‘ধারাবাহিকতা রাখতে পারলে পরের ম্যাচেও ভালো করতে পারবো।’
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল সেভাবে সমর্থন না পেলেও ফ্লোরিডায় দেখা গেছে ভিন্ন চিত্র। গ্যালারিতে সরব উপস্থিতি ছিল প্রবাসী বাংলাদেশি সমর্থকদের। গ্যালারির এই সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুল করলেন না সাকিব, ‘আমাদের সমর্থন জানাতে দূর দূরান্ত থেকে সবাই এসেছেন। অনেক কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ। বিদেশের মাটিতে সমর্থন পাওয়াটা বড় ব্যাপার। আমরা আজকে যেমনটা পেরেছি, এটা এক কথায় অবিশ্বাস্য।’
মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পাওয়া আবু হায়দার রনি এককথায় ছিলেন অসাধারণ। তার দারুন বোলিংয়ে ক্যারিবিয়ানদের রানের চাকা আটকে থেকেছে। দুর্ভাগ্য বলেই ভালো বল করেও উইকেট শূন্য থাকতে হয়েছে। ৪ ওভারে ২৬ রান খরচ করে উইকেট শূন্য থাকলেও পুরস্কার বিতরণী মঞ্চে প্রশংসা কুঁড়িয়েছেন অধিনায়কের, ‘আবু হায়দার অসাধারণ বোলিং করেছে। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটসম্যানদের আটকে রাখতে পেরেছে। দুর্ভাগ্য সে উইকেট পায়নি।’
0 Comments
Add new comment