আজ : ০৪:৩১, মার্চ ১৯ , ২০২৪, ৪ চৈত্র, ১৪৩০
শিরোনাম :

ফাইনালে খেলার সিদ্ধান্ত সাকিবের ওপর
Visitor 82


আপডেট:০৪:৪০, মে ১৬ , ২০১৯
photo

খেলাধুলা ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। পুরো সিরিজে দারুণ পারফর্ম করা বাংলাদেশ দলের সব ক্রিকেটার আছেন ভালো ফর্মে। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছেন ক্রিকেটাররা। গ্রুপপর্বে দুইবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনায়াস জয়ের পর বুধবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ২৯২ রান তাড়া করে দুর্দান্ত এক জয় পায় টাইগাররা। ফাইনালে তাই ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। কিন্তু আগামীকালের ফাইনালের আগে দলের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় সাকিব আল হাসানের ইনজুরি। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কোমরে চোট পেয়ে মাঠ ছাড়েন এই তারকা অলরাউন্ডার। প্রাথমিক পরীক্ষায় গুরুতর কিছু না পেলেও, এখনো কিছুটা ব্যথা আছে তাঁর। তাই আগামীকালের ফাইনালে খেলার সিদ্ধান্তটা সাকিবের উপরেই ছেড়ে দিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

আগামীকালের ফাইনাল নিয়ে আয়ারল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী আজ দুপুরে টিম মিটিংয়ে বসে বাংলাদেশ দল। টিম মিটিং শেষে ফাইনাল নিয়ে দল এবং নিজের চিন্তাভাবনা জানাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আলাপচারিতায় অবধারিতভাবেই উঠে আসে ইনজুরি আক্রান্ত সাকিবের প্রসঙ্গ। বিশ্বসেরা এই অলরাউন্ডার আগামীকালের ফাইনালটা খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘সাকিবকে অবস্থাটা একটু জটিল। তাই এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আসলে ওর উপরই নির্ভর করছে সব।’

অধিনায়ক মাশরাফি সহ টিম ম্যানেজমেন্ট চায় ফাইনাল খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিক সাকিব নিজেই। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও সামনে রয়েছে এরচেয়েও বড় আসর বিশ্বকাপ। তাই ঝুঁকি নিতে চাইছেনা দল। কোমরে এখনও কিছুটা ব্যথা থাকায় সাকিবের উপরই সিদ্ধান্ত নেওয়ার ভার দিয়ে মাশরাফি বলেন, ‘আসলে পৃথিবীর কোনো ডাক্তার-ফিজিওর পক্ষেই মাত্র ২৪ ঘণ্টা সময়ে এমন ব্যথা কমিয়ে ফেলা সম্ভব হয় না। মাঠে যে ক্রিকেটার খেলবে, সে কেমন অনুভব করছে সেটির উপরই সব নির্ভর করছে। তাই কালকে মাঠে নামতে পারবে কি পারবেনা, সেই সিদ্ধান্তটা আসলে সাকিবই নিবে।’

বাংলাদেশ দলের ফিজিও থিহান চন্দ্রমোহন জানান, এখনো পর্যবেক্ষণাধীন আছেন সাকিব। সাকিবের সর্বশেষ অবস্থা জানিয়ে বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় পিঠের নিচে বাম পাশের পেশিতে চোট পেয়েছেন সাকিব। সে আপাতত পর্যবেক্ষণ এবং চিকিৎসাধীন রয়েছে। আমরা শেষমুহূর্ত পর্যন্ত দেখে ম্যাচের দিন (শুক্রবার) সকালে সিদ্ধান্ত নেবো, সাকিব ফাইনাল ম্যাচে খেলতে পারবে কিনা।’

ফাইনালের আগে আজ ঐচ্ছিক অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। হোটেলেই বিশ্রাম নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।



সাম্প্রতিক খবর

টাওয়ার হ্যামলেটসের পূর্ণ কাউন্সিল মিটিং এ পাশকৃত ২০২৪-২৫ সালের বাজেট নিয়ে মেয়র লুৎফুর রহমানের সাংবাদিক সম্মেলন

photo কে এম আবুতাহের চৌধুরী : ২৯ ফেব্রুয়ারী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ২০২৪-২৫ সালের নতুন বাজেট ঘোষণা করেন। এ বাজেট গতকাল ২৮ ফেব্রুয়ারী পূর্ণ কাউন্সিলের সভায় পাশ হয় । এ বাজেটের প্রধান দিক হলো -হাউজিং, শিক্ষা, অপরাধ দমন, তরুণ, বয়স্ক ও মহিলাদের জন্য বিপুল বিনিয়োগ , ১৫ হাজার পরিবারের গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে সহায়তা

বিস্তারিত

0 Comments

Add new comment