আজ : ০৮:৪৬, মার্চ ১৯ , ২০২৪, ৫ চৈত্র, ১৪৩০
শিরোনাম :

মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ দান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Visitor 1


আপডেট:০৭:৫২, ফেব্রুয়ারি ২৫ , ২০১৮
photo

শিহাবুজ্জামান কামাল; গত ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পূর্ব লন্ডনের এলএমসি হলে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ দান শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব আজমল মাসরুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মানুষের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দান ও উপকারিতা সম্পর্কে অবহিত করতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। মানুষের দানকৃত প্রয়োজনীয় অর্গান প্রতিস্থাপনের মাধ্যমে শতশত অসুস্থ মানুষের জীবন বাচানো সম্ভব হয়। সেমিনারে বক্তব্য রাখেন ডঃ মাজিদ মুকাদাম, ডঃ গিনা রেডফোরড, ডঃ সুজা শাফি, সুরমা প্রমুখ। সেমিনারে জানা যায় প্রতি ১০ জনের ৮জন চান মৃত্যুর পর তাসের বিভিন্ন অর্গান দান করতে। কিন্তূ তাঁরা নিজের নাম রেজিস্টার করেননা। এইমর্মে ইংল্যান্ডের নিয়ম হচ্ছে নিজের অঙ্গপ্রত্যঙ্গ দান করার পূর্বে নাম রেজিস্টার করে তাঁর সম্মতি থাকতে হবে এবং মৃত্যর পূর্বে নিজ পরিবারকে বলে যেতে হবে। জানা যায় এশিয়ান কমিউনিটির মানুষের ৩৬% অর্গান ডনার দরকার কিন্তূ এখানে মাত্র ৬% ডনার রয়েছেন। পরে সেমিনারে এক প্রশ্নোত্তর পর্ব চলে। উপস্থিত প্যানেলিস্টরা বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন। পূরো প্রোগ্রামটি ‘ইসলাম চ্যানেল’ সরাসরি সম্প্রচার করে।



সাম্প্রতিক খবর

টাওয়ার হ্যামলেটসের পূর্ণ কাউন্সিল মিটিং এ পাশকৃত ২০২৪-২৫ সালের বাজেট নিয়ে মেয়র লুৎফুর রহমানের সাংবাদিক সম্মেলন

photo কে এম আবুতাহের চৌধুরী : ২৯ ফেব্রুয়ারী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ২০২৪-২৫ সালের নতুন বাজেট ঘোষণা করেন। এ বাজেট গতকাল ২৮ ফেব্রুয়ারী পূর্ণ কাউন্সিলের সভায় পাশ হয় । এ বাজেটের প্রধান দিক হলো -হাউজিং, শিক্ষা, অপরাধ দমন, তরুণ, বয়স্ক ও মহিলাদের জন্য বিপুল বিনিয়োগ , ১৫ হাজার পরিবারের গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে সহায়তা

বিস্তারিত

0 Comments

Add new comment