ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশনের ঈদ আনন্দমেলা ২ অক্টোবর ( ভিডিও )

লন্ডনবিডিনিউজ২৪: আগামী ২রা অক্টোবর পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশনের উদ্যোগে এক ঈদ আনন্দমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে থাকছে নাচ, গান, কবিতার পাশাপাশি থাকছে হরেক রকমের খাবারের ষ্টল এবং মিনিক্যাব ও ইনস্যুরেন্স সংক্রান্ত বিষয়ে নানাবিধ আইনি ও লজিস্টিক সাপোর্ট।
উক্ত অনুষ্ঠানকে সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ঈদ আনন্দ অনুষ্ঠানের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাদেক আহমেদ, কাওছার আহমেদ বাবলু, আলাউর রহমান শাহীন, মুহাম্মদ শাহ জাহান, মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিবিএমডির ঈদ আনন্দ অনুষ্ঠানের স্পন্সরার কুইক কাভার ইনস্যুরেন্স কোম্পানির ডাইরেক্টর মার্ক চেস্টারর্টন , হ্যামলেটস ট্রেনিং এর ম্যানেজিং ডিরেক্টর জামাল আহমেদ খান এবং একাউন্ট্যান্ট রাশেদ আহমেদ ও সৈয়দ শাহ সেলিম আহমেদ ।
অনুষ্ঠানে একাউন্ট্যান্ট রাশেদ আহমেদ বিবিএমডির আগামীর অনুষ্ঠান স্পন্সর করার ঘোষণা দেন। এবছর র্যাফেল ড্রর সেকেন্ড পুরস্কার প্রদান করবেন সিটি গেইট এক্যান্ট্যান্ট সার্ভিস। সব শেষে সকলকে আপ্যায়িত করা হয়।
0 Comments
Add new comment