আজ : ০৯:১৫, মার্চ ১৯ , ২০২৪, ৫ চৈত্র, ১৪৩০
শিরোনাম :

ক্রাইস্টচার্চে নিহত ছেলের দাফনে এসে মারা গেলেন এক মা
Visitor 213


আপডেট:১০:৪৪, মার্চ ২৩ , ২০১৯
photo

আন্তর্জাতিক ডেস্ক: ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ জঙ্গির গুলিতে ছেলেকে হারিয়ে তাকে দাফন করতে নিউজিল্যান্ডে গিয়েছিলেন এক মা। কিন্তু শনিবার সেখানে এসে তিনিও মারা গেছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।তবে নিহত ওই নারীর নাম এখনো জানা যায়নি। এ নিয়ে চলতি সপ্তাহে নিহতদের দুই স্বজনের মৃত্যু হয়েছে।-খবর এএফপির

উত্তর নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের ইমাম হাফিজ জুনায়েদ বলেন, এই মর্মান্তিক ঘটনার পর এক নিহত ব্যক্তির মা জর্ডান থেকে এখানে এসেছিলেন। সন্তানহারা ওই মা খুবই উদভ্রান্ত হয়ে পড়েছিলেন।জুনায়েদ বলেন, গত রাতে ঘুমাতে যাওয়ার পর তিনি আর ওঠেননি। ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন ওই মা।

পুলিশের এক মুখপাত্র বলেন, চিকিৎসাধীন অবস্থায় নিহত এক ব্যক্তির স্বজন মারা গেছেন। এছাড়াও আরও এক মা মারা গেছেন।ক্রাইস্টচার্চের হামলায় বেশ কয়েকজন লোক আহত হয়েছেন। যাদের অবস্থা গুরুতর। হামলাকারীর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে।



সাম্প্রতিক খবর

টাওয়ার হ্যামলেটসের পূর্ণ কাউন্সিল মিটিং এ পাশকৃত ২০২৪-২৫ সালের বাজেট নিয়ে মেয়র লুৎফুর রহমানের সাংবাদিক সম্মেলন

photo কে এম আবুতাহের চৌধুরী : ২৯ ফেব্রুয়ারী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান টাউন হলে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ২০২৪-২৫ সালের নতুন বাজেট ঘোষণা করেন। এ বাজেট গতকাল ২৮ ফেব্রুয়ারী পূর্ণ কাউন্সিলের সভায় পাশ হয় । এ বাজেটের প্রধান দিক হলো -হাউজিং, শিক্ষা, অপরাধ দমন, তরুণ, বয়স্ক ও মহিলাদের জন্য বিপুল বিনিয়োগ , ১৫ হাজার পরিবারের গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে সহায়তা

বিস্তারিত

0 Comments

Add new comment