সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে লণ্ডনে ভয়েস ফর জাস্টিস ইউকের মানব বন্ধন

কে এম আবুতাহের চৌধুরী : সিলেট শহরের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ নামক একজন যুবককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে ১৪ ই অক্টোবর বুধবার পূর্ব লণ্ডনের আলতাব আলী পার্কে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।সংগঠণের নেতা কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও কমিউনিটি নেতা মোহাম্মদ শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন -সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ ,জাস্টিস ফর রোহিঙ্গা ইউকের ডাইরেক্টর ড: শায়েখ রামজি ,সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, টিম সেভেনের অন্যতম সিনিয়র সদস্য এজে লিমন, কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বকশ,অধ্যাপক আব্দুল কাদের সালেহ ,মাওলানা রফিক আহমদ ,নিহত রায়হান আহমদের বোন মিসেস রুবা আক্তার ,ভগ্নিপতি মফজ্জিল আলী ,ভাগিনী মাহিয়া আক্তার ,সাংস্কৃতিক কর্মী তাজবির চৌধুরী শিমুল ,সাংবাদিক জয়নাল আবেদীন ,সাবেক কাউন্সিলার শাহ আলম ,অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী ,কমিউনিটি নেতা হাজী হাবিব ,ইকুয়েল রাইটস ইন্টারন্যাশনাল এর চেয়ারমান সাংবাদিক মাহবুব আলী খানসূর,ভাইস চেয়ারম্যান নউশিন মোস্তারী মিয়া সাহেব,রাইহান চৌধুরী ,আবু জাফর আব্দুল্লাহ ,সাইয়েদ জাকারিয়া ,শাহেদ রহমান ,যুব নেতা কদর উদ্দিন প্রমুখ ।
সভায় নিহত রায়হান আহমদের পরিবারের সদস্য ছাড়াও বিপুল সংখ্যক লোক মানব বন্ধনে অংশ নেন ।সভায় কান্না জড়িত কন্ঠে মিসেস রুবা আক্তার পুলিশের হাতে নিষ্ঠুরভাবে নিহত ভাইয়ের সুবিচার কামনা করেন ।
সভায় বক্তারা - নিরীহ যুবক রায়হান আহমদকে পুলিশি হেফাজতে পিটিয়ে নির্মমভাবে হত্যার তীব্র ও নিন্দা জানানো হয় ।
সভায় গৃহীত প্রস্তাবে , অনতিবিলম্বে খুনী পুলিশ অফিসারদের গ্রেফতার করে সুবিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবী জানানো হয় ।
অপর এক প্রস্তাবে - নিহত রায়হান আহমদের দুই মাসের শিশু ও পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সরকারের দায়িত্ব নেওয়ার জোর দাবী জানানো হয় ।সভায় ,পুলিশ জনগণের রক্ষক হয়েও অন্যায়ভাবে যে সব চাঁদাবাজি ,ক্রস ফায়ার ও গণ হয়রানীমূলক কাজ করছে তার তদন্ত পূর্বক বিহীত ব্যবস্থা গ্রহণ ও বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানানো হয়।
0 Comments
Add new comment