বার্মিংহাম কুইন এলিজাবেথ হাসপাতালে দর্শনার্থীদের অনুমতি বাতিল

লন্ডনবিডিনিউজ২৪: আগামীকাল বুধবার (১৮ই মার্চ) সন্ধ্যা ৮টা থেকে পরিবার ও বন্ধুদের ওয়ার্ডে রোগীদের দেখার আর অনুমতি দেবে না বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতাল। এর আগে গত শনিবার (১৪ ই মার্চ) মধ্যরাত থেকে সিটি হাসপাতাল, ইস্ট বার্মিংহাম, স্যান্ডওয়েল জেনারেল হাসপাতাল এবং রাউলি রেজিস হাসপাতালে দর্শনার্থীদের অনুমতি বাতিল করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেন NHS ট্রাস্ট, COVID-19 মোকাবেলা করার জন্য এই সিদ্বান্ত নেওয়া হয়েছে।
আরো বলে প্রিয়জনের সাথে যোগাযোগ রাখার জন্য ভিডিও এবং টেলিফোন প্রযুক্তি সরবরাহ করা যাবে।
রোগীদের কে কেবিনে কেবিনে গিয়ে হাসপাতালের কর্তৃপক্ষ অনুরোধ করেছেন তারা যেন হাসপাতালের ক্যান্টিনে অযতা গোড়া ফিরে না করার জন্য।
0 Comments
Add new comment