বাংলাদেশ বুডিষ্ট এসোসিয়েশন ইউকের সাংবাদিক সম্মেলন
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও পুলিশের মামলা নিতে অপারগতার মারাত্মক অভিযোগ

লন্ডনবিডিনিউজ২৪ : ২৭ জুলাই সোমবার বাংলাদেশ বুডিষ্ট ( বৌদ্ধ) এসোসিয়েশন ইউকের উদ্যোগে ইলফোরডের হ্যানল্ট স্ট্রীটস্থ কমিউনিটি সেন্টারে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।সংগঠনের সভাপতি বামন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভার বক্তব্য রাখেন - সুজন বড়ুয়া, সন্জয় বড়ুয়া ,পুস্পিতা গুপ্তা প্রমুখ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে - গত ১৩ ই জুলাই রাঙ্গুনিয়ার জঙ্গলে বৌদ্ধদের এক ভানতে ভিক্ষুর আঁখড়া ও স্থাপনা ভেঙে চুরমার করা হয় ।মিথ্যা আইডি দিয়ে ফেইসবুকে অপপ্রচার চালিয়ে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালী ব্যক্তিরা এ কান্ড করে।পুলিশ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় কোন মামলা গ্রহন করেনি ।চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত বৌদ্ধদের মানব বন্ধন পুলিশ বানচাল করে দেয়। বুডিষ্ট নেতারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ।
তারা আরো বলেন - সব জাতি ও ধর্মের লোক সামাজিক সুবিচার ও মানুষের জীবন মান উন্নয়নের জন্য দেশ স্বাধীন করেছে ।তবে বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের আমলে সংখ্যালঘুদের জীবনে কেন কোন নিরাপত্তা নেই?
0 Comments
Add new comment