দক্ষিণ সুরমার বিশিষ্ট সমাজসেবী আলহাজ গোলাম সোবহানীর ( ওলি মিয়া) ইন্তেকাল
আপডেট:১০:২৭, জুন ৯ , ২০২০

লন্ডনবিডিনিউজ২৪ঃট্রাক মালিক গ্রুপ সিলেট এর সভাপতি, বিশিষ্ট সমাজসেবী গোলাম হাদী ছয়ফুলের পিতা, দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বি আলহাজ্ব গোলাম সোবহানী (ওলি মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়াইন্ন ইলাইহি রাজিউন।
মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তিনি স্ট্রোক করে আইসিইউ-এ চিকিৎসাধীন অবস্থায় সেখানে করোনা ভাইরাস সংক্রমিত হন।
উল্লেখ্যঃ জনাব গোলাম সোবহাবী ওলি মিয়া এলাকার একজন প্রবীণ ব্যক্তিত্ব ও সমাজসেবী ছিলেন।
তিনি লাউয়াই পঞ্চায়েত কমিটির সভাপতি, উমর কবুল জামে মসজিদের বর্তমান মুতাওয়াল্লী, লাউয়াই জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লী, লাউয়াই আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বরইকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুর সংবাদ শুনে এলাকায় এবং দেশ বিদেশে আত্নীয়- স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যাসহ দেশ বিদেশে অনেক আত্নীয়- স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহ্পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
0 Comments
Add new comment